কাশ্মীরের ছবি দেখার পর সকলেই একমত যে এই স্হানটি হলো স্বর্গ। কিন্তু আপনি হয়েতো জানেন না যে কাশ্মীরে অবস্হিত 20 সুন্দর ভারতীয় উপত্যকার ওপর রয়েছে পাকিস্তানের দখল।
এই দখল করা উপত্যকাগুলি অবস্হিত রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। সরকারি নথিপত্র অনুযায়ী এটা পরিষ্কার যে এই উপত্যকাগুলি ভারতের কিন্তু পাকিস্তানে এগুলিকে জোরপূর্বক দখল করে রেখেছে।
এই চিত্রানুগ এলাকায় গিলগিট-বালতিস্তান অঞ্চলে রয়েছে।
1. হুন্ডুর ভ্যালি
2. সিগার ভ্যালি
3. এস্টোর ভ্যালি
4. নাগর ভ্যালি
5. স্কার্দু ভ্যালি
6. নাল্তার ভ্যালি
7. রুপল ভ্যালি
8. বাগরোট ভ্যালি
9. ইয়াসিন ভ্যালি
10. চোরবাত ভ্যালি
11. ইস্কোমান ভ্যালি
12. ইউজিঙ্গ ভ্যালি
13. চপুরসন ভ্যালি
14. গোজল ভ্যালি
15. কটপনা ভ্যালি
16. গিজর ভ্যালি
17. হিস্পর ভ্যালি
18. গোরীকোট ভ্যালি
19. হাজী গাম ভ্যালি
20. হুঞ্জা ভ্যালি